একই তথ্য বিভিন্নভাবে উপস্থাপন করলে মানুষের রিঅ্যাকশন পরিবর্তন হতে পারে। যেমন ধরুন, ডাক্তার যদি বলে- এই সার্জারিটা করলে দশ পার্সেন্ট মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
তাহলে কিন্তু রোগী ভয় পেয়ে যাবে।
এর পরিবর্তে ডাক্তার যদি বলে- এই সার্জারি করলে নব্বই পার্সেন্ট চান্স রয়েছে সফল হওয়ার, তাহলে রোগী সাহস পাবে।
এজন্য যত নেগেটিভ পরিস্থিতি আসুক না কেন, আপনার পাশের মানুষকে সেটা পজেটিভ দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করুন।
ভয়ের পরিবর্তে সাহস যোগানোই অপেক্ষাকৃত ভালো।।