সবজির ওজন মাপার সময় যদি একটি মাছি এসে সবজির পাল্লায় বসে তাহলে ওজনের কোনো হেরফের হয় না। বিষয়টি এমন যে, আপনি পাত্তা না দিলেও পারেন।
কিন্তু সোনার ওজন মাপার সময় যদি একটি মাছি এসে সোনার ওজন মাপার পাল্লায় বসে তাহলে এটি ১০,০০০/- থেকে ২০,০০০/- টাকার পার্থক্য করে দিতে পারে।
তাই বাহ্যিক ওজন সবসময় শেষ কথা নয়। আপনি কখন কোথায় অবস্থান করছেন, কার সাথে অবস্থান করছেন তার উপর আপনার ওজন বা মাহাত্ম্য বিবেচনা করা হয়।
তাই জীবনে সঠিক সঙ্গ নির্বাচন করাটা আপনার সকল বিষয়ের জন্য অত্যধিক গুত্বপূর্ণ।