যখন আপনি একা থাকেন তখন আপনার প্রকৃত চরিত্রটি ফুটে উঠে হয়তো, আল্লাহর নিষেধ এর বিরুদ্ধে গিয়ে যেনাকারীর কাজে লিপ্ত থাকেন অথবা তার বিপরীতে আল্লাহর হুকুম পালন করে আপনি যখন একা থাকেন সাথে থাকে শয়তান, আল্লাহ এবং আপনি ।।
আপনার মধ্যে দুটি শয়তান কাজ করে, একটি হচ্ছে ইবলিশ শয়তান, আরেকটি হচ্ছে আপনার নফস শয়তান , এই নফস শয়তানের নিয়ন্ত্রণ যদি ইবলিশ শয়তানের হাতে থাকে, তবে আপনার জীবন ভয়াবহ ।।
অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি!
ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়।
"ঐ ব্যক্তি কীভাবে বুদ্ধিমান হতে পারে যে কিছু সময়ের স্বাদ উপভোগের জন্য জান্নাতকে বিক্রি করে ফেলে?" - ইবনুল কাইয়্যিম (রহ.)
“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”
'যৌবন''
কালে যত পারো সিজদা করে নাও, কারণ আমি অনেক বৃদ্ধাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে ।
___ইমাম গাজ্জালী (রঃ)