এই সময়ও কেটে যাবে
কৃষক বীজ বপন করে সরাসরি ফসল করাতে পারে না, এজন্য লম্বা একটু সময় অপেক্ষা করতে হয় । ঠিক একই রকম ভাবে আপনার যদি এখন পরিশ্রমের সময় অথবা কষ্টের সময় চলে মূলত এটি আপনার প্রশিক্ষণের সময় ।মনে রাখতে হবে, এখন রাত হলেও, এরপরে দিনের আলো দেখা দিবে । সময় পরিবর্তনশীল।আপনার বর্তমান পরিস্থিতি বা সময় আপনাকে পর্যালোচনা করে না, বরং আপনি কিভাবে এর পরবর্তীতে প্রতিক্রিয়া দেখান সেটির উপর মূলত নির্ভর করে। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জীবনে কি হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে তার প্রতিজ্ঞা দিচ্ছেন ?
এক বৃদ্ধ বয়সে দাদু তার নাতিকে একটি গল্প শোনাচ্ছে, একটি মানুষের মনে দুটি নেকড়ে লড়াই করে। একটি হলো নেতিবাচক যে আমাদের মধ্যে রাগ ,হতাশা, ভয় নিয়ে আসে । আরেকটি হলো ইতিবাচক নেকড়ে যে আমাদের মধ্যে সাহস। ধৈর্য ও ভালোবাসা এবং আশা জাগিয়ে তুলে ।
নাতি দিয়ে জিজ্ঞাসা করল দাদু শেষ পর্যন্ত কোন নেকড়ে জিতে? দাদু উত্তর দিলেন যেটাকে তুমি বেশি খাওয়াবে। এই গল্পের শিক্ষা হলো আপনার জীবনে খারাপ কিছু হতেই পারে, কিন্তু আপনি কিভাবে প্রতিজ্ঞা দিচ্ছেন সেটা আসল বিষয়।
এখন আপনার দুটি পথ আছে কাঁদতে পারেন । হাল ছেড়ে দিতে পারেন। ব্যর্থ ভাবতে পারেন নিজেকে । দুই অথবা নিজের ভুলগুলো থেকে শিখে নিতে পারেন । পরিশ্রম করে আরো ভালো প্রস্তুতি নিতে পারেন । যে ব্যক্তি দ্বিতীয় পথটি চেনেন সেই সফল হয় । আপনার প্রতিক্রিয়া আপনার ভবিষ্যত ঠিক করে দেয় । তা যখন খারাপ কিছু ঘটে হতাশ হওয়ার বদলে নিজেকে জিজ্ঞেস করুন আমি কিভাবে এই পরিস্থিতিতে আমার শক্তিতে পরিবর্তন করতে পারি?
তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য উঠে। একজন ছাত্র ছিল যে পরীক্ষায় বারবার ফেল করছিল। তার তো বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল । তার বন্ধুরা পরিচিতি মহল তাকে নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু সে হাল ছাড়েনি, প্রতিদিন একটু একটু করে উন্নত করতে লাগলো নিজেকে। শেষ পর্যন্ত সে সফল হল । এটি শুধু গল্প নয় বাস্তব জীবনেও সত্যি।
স্টিপ জবস কে তার কোম্পানি থেকে বের করে দেয়া হয়েছিল। ভাবুন তার নিজেরই তৈরি করা কোম্পানি তাকে বের করে দিয়েছে । কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি নতুন কিছু শুরু করলেন । আর কয়েক বছর পর আবার অ্যাপোলো ফিরে ইতিহাস করলেন । যদি আপনার জীবন এখন কঠিন অবস্থা থাকে সবচেয়ে অন্ধকার রাতের পরে নতুন সূর্য উঠে , কিন্তু একদিন আপনি হাসবেন এই অনুভূতির কথাগুলো মনে করে । বন্ধুরা জীবনে সঠিক সময় আসবে । কিন্তু মনে রাখবেন এই কথাটি সত্যি আপনি যা অনুভব করছেন তার চিরস্থায়ী নয়। ভালো দিন আসবেই ।জীবনে কঠিন সময় আসবে। কিন্তু মনে রাখবেন এ তিন শক্তিশালী সত্য । এক পরিস্থিতির চিরস্থায়ী নয় । দুই আপনার প্রতিক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ । তৃতীয় অন্ধকারের পরে আলো আসবে এই কথাগুলো শুধু শুনলেই হবে না প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন ।
আপনার খারাপ সময় আপনাকে আরো মূল্যবান গড়ে তুলছে । আপনাকে আরো শক্তিশালী করে তুলছে । দিনশেষে ঠিকই আপনি বুঝতে পারবেন।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরাও তৈরি হয় প্রচন্ড চাপের মুখে ।