দেখুন ইসলামে আপনি অনেক কিছুই যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, প্রমাণ করতে পারবেন না | যেমন জাহান্নাম আপনি কি জাহান্নাম কখনো দেখেছেন? যেমন ধরুন জান্নাত | আপনি কি জান্নাত কখনো দেখেছেন ? যেমন তরুন ফেরস্তা , ফেরেস্তা কে আপনি কখনো দেখেছেন ? ইত্যাদি অনেক অনেক বিষয় রয়েছে | কিছু বিষয় যুক্তি দিয়ে , বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারব | আর কিছু বিষয় কোন যুক্তির , বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব নয় |
সুতরাং মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে | যে সমস্ত বিষয়ে আমি যুক্তি ,তর্ক, বিজ্ঞান দিয়ে বুঝতে পারি | সেগুলো বুঝে নিবো | কিছু বিষয় যেমন জান্নাত, জাহান্নাম ফেরেস্তা ,জিন ইত্যাদি বিষয়গুলো থাকলেও আমার পক্ষে প্রমাণ করা সম্ভব নয় | কিন্তু কোরআন হাদিস অনুসারে চোখ বন্ধ করে আমাকে এসবের উপর বিশ্বাস করতে হবে , একজন মুসলিম হিসাবে |