আমরা অনেক সময় আমাদের পরিচিত মহল আত্মীয় বা বন্ধু-বান্ধব তাদের বিভিন্ন উন্নতি দেখে নিজেরাই হিংসায় জ্বলতে থাকি । নিজের ভিতর হিংসায় জ্বলতে থাকে কেউ বিসিএস ক্যাডার হল , কেউ ডাক্তার হলো , কেউবা সরকারি জব হলো কেউবা সহকারী জজ বা ভালো কোন বিজনেস অথবা আইটি ফার্মে বা ফ্রিল্যান্সিং করে অনেকের অনেক উন্নতি দেখে যেন আমরা জ্বলে আমরা হিংসুক হয়ে ভেতরে হিংসায় জ্বলতে থাকে প্রতিনিয়ত।
অথচ আপনি নিজেও চেষ্টা করলে, অনেক কিছু করতে পারতেন। কিন্তু তা করবেন না । তা করার কোন চেষ্টায় আপনার মধ্যে নাই । আছে অন্যদের দেখে কিভাবে হিংসা করতে হবে । কিভাবে তার সমালোচনা করে তাকে নিচে নামাতে হয়।
আপনার পরিচিত মহলের যে আজ বিসিএস ক্যাডার হয়েছে সে তার চেষ্টায় এবং আল্লাহর রিজিক দ্বারা নির্ধারিত সেই সফলতা পেয়েছে । কিন্তু আল্লাহর এ সিদ্ধান্ত কে আপনি মেনে নিতে পারছেন না । হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহর সিদ্ধান্তকে আপনি মেনে নিতে পারছেন না ? এটা কত বড় পাপ হতে পারে কখনো ভেবে দেখেছেন কি?
সুতরাং অন্যজনের সাফল্যে কখনো হিংসুক হয়ে উঠবেন না এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম চেষ্টার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের চাকুরী বা ব্যবসায়ী নিজেকে নিয়োজিত করুন এবং আল্লাহর কাছে সেটি চান যেটি আপনি হতে চাইছেন ।
চেষ্টার মত চেষ্টা করলে এবং আল্লাহর থেকে নিতে জানলে সেটি না পাওয়ার কোন যৌক্তিকতা বা কারো নাই ।
তবে ভাগ্যে বিশ্বাস রাখতে হবে এটাও সত্য যে আপনি আপনার সর্বোচ্চ স্তর করে চেষ্টা করে এবং সৃষ্টিকর্তাকে রাজি করানোর সর্বোচ্চ পরিশ্রম করেছেন কিন্তু সেটি আপনি পান নাই দুঃখের কোন বিষয় নয় এটি হতো আপনার লিখন নয় আল্লাহ হয়তো এর চেয়েও আরো ভালো কিছু উত্তম কিছু আপনাকে দিবেন অন্য এক মাধ্যমে।