যার যে বিষয়ে কোন জ্ঞান নাই । তার সে বিষয়ে কথা বলার কোন রাইট নাই ।
যার যে বিষয়ে কোন জ্ঞান নাই । তার সে বিষয়ে কথা বলার কোন রাইট নাই ।
একটা বানরকে যদি আপনি ৫০০ টাকা দেন, পাশে আরেকটি কলা দেন । সে কিন্তু কলাটি গ্রহণ করবে । কিন্তু ৫০০ টাকা দিয়ে গ্রহণ করবে না । কারণ সে জানে না ৫০০ টাকাটি কে ব্যবহার করে কয়েক ডজন কলা কেন সম্ভব | ঠিক দেখবেন আমাদের সমাজে একজনকে একটি চাকরি এবং একটি ব্যবসা | দুটি থেকে একটি কে পছন্দ করতে বললে | সেই নিশ্চিত পছন্দ করবে চাকরি | কিন্তু সে জানছে না যে ব্যবসা পরিচালনা করে কয়েকশত বা কয়েক হাজার চাকরি তৈরি করা সম্ভব |
ঠিক যখনি আপনি একটি ইউনিক আইডিয়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, বা আইটি সেক্টর কোন একটি সাবজেক্ট এর উপর কাজ করছেন । তখন দেখবেন আপনার পরিচিত মহল, হতে পারে আপনার আত্মীয়-স্বজন বা পরিবারের কেউ সেই কাজটিকে কথার মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করবে, অথচ তার সেই বিষয়ের বিন্দুমাত্র জ্ঞান নাই । যার যে বিষয়ে কোন জ্ঞান নাই । তার সে বিষয়ে কথা বলার কোন রাইট নাই ।