আপনার দোয়া কবুল হবেই..
আল্লাহ তাআলা পরিকল্পনা সবচেয়ে উত্তম
আপনি দোয়া করতে থাকেন আপনি যদি দেখতে পেতেন আপনার পরিকল্পনা এবং মহান আল্লাহতালার পরিকল্পনা দুটোই আপনার সামনে রাখা হয়েছে আপনি অবশ্যই এবং অবশ্যই মহান আল্লাহতালার পরিকল্পনাকে বেছে নিজের নিঃসন্দেহে ।
মনে রাখুন নিশ্চিন্তে আপনার দোয়া রেসপন্স হচ্ছে, একসেপ্টেড নিশ্চিত ।
দোয়া করলেই দোয়া কবুল হয় নিশ্চিত, এটা আল্লাহর কথা |
দোয়া করলেই দোয়া কবুল হয় এটি আপনার জীবনের নীতি বানিয়ে ফেলুন, কিন্তু দোয়া কবুলের তিনটা চেহারা আছে তিন ভাবে দোয়া কবুল হয় |
প্রথমত আপনি যে দোয়াটা করছেন যা চেয়েছেন তা পেয়েছেন অথবা দ্বিতীয়তঃ আপনার ওই দোয়া করার জন্য আপনার থেকে কোন বালা-মুসিবত আপনার থেকে রিমুভ করা হয়েছে | অথবা তৃতীয়তঃ আপনি যে দোয়া করেছেন সেটি আপনাকে দেওয়া হয় নাই সেটির রিওয়ার্ড আপনার জন্য আখেরাতে জমা রাখা হয়েছে |
এখন প্রশ্ন হতে পারে এখানে তিন রকমের কেন? কারণ আল্লাহর ইলমের সাথে আমার ইলম কখনো মিলবে না | আমি দোয়া করেছি আল্লাহ ওই মেয়েটির সাথে আমাকে বিয়ে দাও অথবা ওই চাকরিতে আমাকে দাও কিন্তু আল্লাহ তায়ালা ভালো জানে, কার সাথে বিয়ে হলে আমার ভালো হবে ? কোন চাকরিটা আমার জন্য উত্তম হবে ? এভাবেই সবকিছুই | মহান আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী।
বান্দার কাছে শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া এবং বিশ্বাস করুন দোয়া কবুল হবেই এবং কিভাবে কবুল হবে এই তিনটির যেকোনো একটি মাধ্যমে কবুল হবে নিশ্চিত | আপনার যদি জুতার একটি ফিতা ও প্রয়োজন হয় সেটিও চেয়ে নিবে আল্লাহর কাছে | এর মানে হচ্ছে ছোট থেকে বড় যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন এবং আপনি দোয়া এই মুহূর্তে করেছেন মানেই সেটি কবুল হয়েছে | সেই মুহূর্ত থেকে দোয়া কবুলের এনজয়মেন্ট আপনি উপভোগ করুন |
আমরা দোয়া করে অপেক্ষা করি দোয়া কবুল হলেই তারপর খুশি হয় | আমি যে দোয়া করতে পেরেছি, দোয়া করার তৌফিক পেয়েছি |এখান থেকে আবার খুশি আরম্ভ, খুশি হওয়া উচিত | বিপরীতে দোয়া থেকে দূরে থাকা মানে অহংকার | এতে আল্লাহ প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয় এবং দোয়া থেকে দূরে থাকা বড় অপদার্থের পরিচয় | এই যে দোয়া করতে না পারা এত বড় একটা সুযোগ আপনি হাতছাড়া করছেন এতে আপনি নিজেকে একজন অপদার্থের পরিচয় দিচ্ছেন |