প্রতিবারই ভাবি, "ঈদের পর থেকে দ্বীনের পথে লেগে যাব। এবার শয়তানকে চমকে দেব!" কিন্তু ঈদ শেষ হয়, আমরাও আগের মতোই থেকে যাই। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো পহায়াত থেকে ক্ষয়ে যাচ্ছে প্রতিটি দিন! ফুরিয়ে যাচ্ছে জীবনের মূল্যবান সময়! মৃত্যুর আগেই যে যাবতীয় প্রস্তুতি নেয়ার সময় পাবেন সে নিশ্চয়তা আপনাকে কে দিলো
আর কত ঈদের পর এই সংকল্প করব? আর কতবার শয়তানকে ভয় দেখিয়ে নিজেই পিছিয়ে যাব?
এবার আর নয়! ঈদ শুধু আনন্দের নয়, নতুনভাবে শুরু করারও সময়। চলুন, ঈদের পর থেকেই দ্বীনের জ্ঞান অর্জনে মনোযোগী হই। শয়তান নয়, এবার নিজেকেই চমকে দেই!