রমাদানে শুধু সেসব আল্লাহর বান্দারাই সফল, যারা এই একটি মাসের মেহনতের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইযযাতের কাছ থেকে ক্ষমার পুরস্কার লাভ করবে।
রমাদান পরিকল্পনা,কি সুন্দর!
সালাত :
তাহাজ্জুদ -৮ রাকাত
ফজর - ৪ রাকাত
যোহর -১২ রাকাত
আছর ৪ রাকাত -
মাগরিব - ৭ রাকাত
এশা -৬ রাকাত
তারাবি:-
- ২০ রাকাত
বিতর – ০৩ রাকাত
ওযুর
২ রাকাত
অতিরিক্ত :
আজানের উত্তর দেওয়া দান সদকা-১০ টাকা (প্রতিদিন)
ইফতার প্রদান-কমপক্ষে ১জন
কুরআন তেলাওয়াত - কমপক্ষে ১ পারা
যিকির :-
১) সুবাহানাল্লাহ -১০০ বার
২) আলহামদুলিল্লাহ- ১০০ বার
৩) আল্লাহু আকবার-১০০ বার
৪) লা ইলাহা ইল্লাল্লাহ-১০০ বার
৫) আস্তাগফিরুল্লাহ-১০০ বার
৬) দরুদে ইবরাহীম- ১০০ বার
৭) সূরা ইখলাস - ২০০ বার
জীবনটাকে রমাদান বানিয়ে নিন, মৃ--ত্যু--টা ঈদে পরিণত
রমজান মাসে যেকোনো নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব। আর রমজান মাসে যেকোনো আমলের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়।
- সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর (১০০+, আলাদা আলাদা পড়লেও হবে, সকাল-সন্ধা)
- দূরুদ (১০০+, প্রতিবারে ১০ গুনাহ মাফ, ১০ নেকি, ১০ সম্মান বৃদ্ধি, সকাল সন্ধ্যা)
- ইস্তেগফার (১০০০+, আনলিমিটেড হলে ভালো। ১০০ বার জিকির করতে ১-১.৫ মিনিট লাগে অর্থাৎ ১০০০ বার ১০-১৫ মিনিট, সকাল-সন্ধ্যা)
- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (১০০+ সকাল-সন্ধা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়)
- লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ (১০০+, সকাল-সন্ধা, এমন একটা আমল যেটা ৯৯ রোগের ঔষধ যার সর্বনিম্ন রোগ দুশ্চিন্তা থেকে মুক্তি আর রমজান মাসের বিশেষ আমল)
- লা-ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ্জোয়ালিমিন (১০০+, সকাল-সন্ধা, দুআ কবুলের হাতিয়ার)
- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদির (১০০, সকাল-সন্ধা ফজর মাগ্রিবের পরে ১০ বার। যে ১০০ বার পড়বে সে ঐদিব সর্বোত্তম আমলকারী হবে)
- সূরা ইখলাস (৩ বার পড়লে এক খতম, ১০ বার পড়লে জান্নাতে একটা বাড়ি)
- শায়েখ আহমাদুল্লাহ এর সকাল - সন্ধ্যা দুআর বই এর দুআ গুলা।
রামাযানে গুনাহ করতে ইচ্ছে হলে এই কল্পনা করবে..?
আল্লাহ্ যদি জিজ্ঞেস করেন, আমি তোমার জন্য শয়তানকে পর্যন্ত বেঁধে রাখলাম..! সামান্য চেষ্টা করলেই গুনাহের থেকে বাঁচতে পারতে, আমার সন্তুষ্টির জন্য এই সামান্য চেষ্টাটুকু করতে পারোনি?? আমার হুকুম তোমার কাছে এতটাই তুচ্ছ ছিল?
# রমাদান টিপস ।
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সা: বলেছেন, যে ব্যক্তি দিনে একশতবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' পড়বে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদি তা সমুদ্রের ফেনার মতো ও অধিক হয় । /১
অন্য এক হাদীসে তিনি বলেছেন , রাসূলুল্লাহ সা: বলেছেন, যে ব্যক্তি সকালে এবং বিকেলে একশতবার 'সুবহানাল্লাহি বিহামদিহি' পড়বে, কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না । /২
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা: বলেন, 'যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে' এ আয়াত অবতীর্ণ হয়, তখন আল্লাহর রাসূল সা: কে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় । ফলে তিনি পরকালের জন্য আরও বেশি আমল করতে শুরু করলেন ।
উম্মু সালামা রা: বলেছেন, আল্লাহর রাসূল সা: এর জীবনের সর্বশেষ আমল ছিল উঠতে বসতে চলতে ফিরতে তিনি শুধুই বলতেন 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' । আমি বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে বললেন, আমাকে এর নির্দেশ দেয়া হয়েছে । তারপর তিনি সূরা নাসর তেলাওয়াত করেন । /৩
যদি সময় নিয়েও পড়েন, ১০০ বার এই দোয়া পড়তে দুই থেকে তিন মিনিটের বেশি লাগে না । দুনিয়ার জীবনের জন্য তো কত কিছুই না করলাম, আমার আখেরাতের জন্য প্রতিদিন সকাল বিকাল দুই বেলা বড়জোর দুই মিনিটের সময় কি হবে না ?
//
১/ সহীহ বুখারী: ৬৪০৬; তিরমিজি : ৩৪৬৬
২/ তিরমিজি: ৩৪৬৯
৩/ সূরা নাসর: ১১০