কত ঝড় শয়ে মাটি যে পাথর হয়,
সেই পাথর চিরে সুখেরি নদী বয়,
নদীটা দেখে সবাই,
পাথর দেখে না।
আপনি যখন আপনার নির্দিষ্ট লক্ষ্যের কাজ করবেন, নিশ্চিত অনেক বেশি পরিশ্রম, চেষ্টা, মাধ্যমেই আপনাকে সেটি জয় লাভ করতে হবে ।
কথায় আছে যদি আপনি জিতে যান তবে আপনার আপনার লুঙ্গি পড়াটা হবে ইতিহাস, আর যদি আপনি হেরে যান আপনার কোট টাই পড়াটা হবে উপহাস , চিরন্তের বাস্তব ।।
ভাই জিতে গেলে আপনার কাঁধে হাত রাখার লোকের অভাব হবে না, আর যদি হেরে যান আপনাকে নিয়ে উপহাসের লোকের অভাব হবে না | এখন সিদ্ধান্ত আপনার উপহাস হবেন? নাকি ইতিহাস হবে?
অনেক তো হলে অন্যকে ফলো করা, অন্যের উন্নতি দেখে হিংসা করা। অন্যর মত হওয়া, তার বেশ ধরার চেস্টা। আরে বোকা মানুষ তুমি নিজেই তো ইউনিক, তুমি যে লাইনে আছো সেটা লাখের মধ্যে একজন। এইসব ভুল রাস্তার হাঁটা বন্ধ করো। নিজের সৃজনশীল পথ নিজেই তৈরী করো। তুমি ই হবে ইতিহাস। মানুষ তোমাকেই মানবে আইডল। এখন থেকেই তুমি সস্তা হবে না। তোমাকে দেখা পাওয়া হবে সবার জন্য বেশ কঠিন কাজ।
তুমি নিজেই তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা তাই নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও।
পরাজয় না থাকলে, জয় কখনো এত আনন্দদায়ক হতো না।
যার আত্মবিশ্বাস আছে, সে নিজের ভাগ্য নিজেই গড়ে নেয়।
প্রত্যেকটি ভুলের পেছনে লুকিয়ে থাকে একটি মূল্যবান শিক্ষা, শুধু সেটা বোঝার ক্ষমতা থাকতে হয়।
ভালো জিনিস সময় নেয়, আর সবচেয়ে ভালো জিনিস
ধৈর্যের পরীক্ষা নেয়।
যদি চারপাশ অন্ধকারে ছেয়ে যায় তবে নিজেই আলো হও।
অন্যের চোখে সুন্দর হওয়ার চেয়ে, নিজের চোখে ভালো হওয়া অনেক বেশি মূল্যবান।