একজন তরুণ অধ্যাপক ট্রেনে বসে আছেন। তাঁর পাশে বসেছেন এক বৃদ্ধ কৃষক। বড্ড একঘেয়ে লাগছে অধ্যাপকের, তাই তিনি সময় কাটানোর জন্য একখানা খেলা প্রস্তাব করলেন।
“চলুন, একটা খেলা খেলি,” অধ্যাপক বললেন। “আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে আমাকে ৫০ টাকা দেবেন। এরপর আপনি আমাকে একটা প্রশ্ন করবেন। যদি আমি উত্তর দিতে না পারি, তাহলে আমি আপনাকে ৫০০ টাকা দেব। কেমন হবে?”
বৃদ্ধ কৃষক মৃদু হেসে সম্মতি জানালেন।
অধ্যাপক প্রথম প্রশ্ন করলেন, “পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?”
কৃষক চুপচাপ পকেট থেকে ৫০ টাকা বের করে অধ্যাপককে দিয়ে দিলেন।
এবার কৃষকের পালা। তিনি বললেন, “কোন প্রাণী পাহাড়ে তিন পায়ে ওঠে, আর নামে চার পায়ে?”
অধ্যাপক হতবাক! মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করলেন, নোটবুক খুলে দেখলেন, এমনকি মোবাইলের নোটেও খুঁজলেন—কিন্তু কোনো উত্তর পেলেন না। অবশেষে, হতাশ হয়ে ৫০০ টাকা বের করে কৃষককে দিয়ে দিলেন।
কৃষক টাকা নিয়ে হাসিমুখে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন।
কিন্তু অধ্যাপকের মনে শান্তি নেই! কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি কৃষককে ধাক্কা দিয়ে জাগালেন।
“এই যে, একটু বলুন তো, আসলে সেই প্রাণীটা কী?”
কৃষক কিছু না বলে পকেট থেকে ৫০ টাকা বের করলেন, অধ্যাপকের হাতে দিলেন, তারপর আবার আরাম করে ঘুমিয়ে পড়লেন!
নীতিবাক্য:
জ্ঞান থাকলেই বুদ্ধিমান হওয়া যায় না, কখনো কখনো সাধারণ বুদ্ধিই বড় সম্পদ!