মাঝে মাঝে মনের মধ্যে ইবাদত ,আমল করার ইচ্ছা আসে | যেমন ধরুন কোরআনের দশটা আয়াত পড়ি , এই সূরাটি পড়ি ,কিংবা দুই রাকাত নফল নামাজ পড়ি| ইত্যাদি ইত্যাদি | এই যে মনের মধ্যে এই ইরাদা অথবা এটাকে আমরা বলি ওয়ারিদ, অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে | এখন আপনি যদি আমলটি করেন, সেই মেহমান বারবার আপনার কাছে আসবে | মূলত এই মেহমান টি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনার কাছে আসা এবং এই ইবাদতের মধ্য আপনি অন্তরের মধ্যে শান্তির তৃপ্তি পাবেন|