রুহ বেড়িয়ে গেলেই আমার পরিচয় বদলে যাবে। আমি মানুষ থেকে হয়ে যাবো লাশ! ক্ষমতা, দম্ভ, দুনিয়া সব ছেড়ে চলে যাবে। আমার কাজের ব্যস্ততা, সংসার গোছানোর স্বপ্ন, আপনজন, প্রিয়জন ছেড়ে চির একা হয়ে যাবো চিরদিনের জন্য। যে মালিককে ভুলে থেকে মরীচিকার পেছনে ছুটেছি, সর্বশেষ মালিকের কাছেই যাবো পঁচা দেহ নিয়ে। মালিক যদি ক্ষমা না করেন, যদি আমাকে তুলে না নেন। তবে আমি হয়ে যাবো পথহারা।
হে মন, কী সে তোমাকে, তোমার মালিক কাছে থেকে দূরে নিয়ে গেলো?
তোমরা মৃতদেরকে গালি দিও না,
কেননা তারা আপন কৃতকর্মের পরিণতি পর্যন্ত
পৌঁছে গেছে ।
[ছহীহ বুখারীঃ হাদীস নং - ১৩৯৩]