বিয়ের কাবিন নিয়ে কিছু কথা আশা করি একবার পড়ে দেখবেন। বিয়ে এক প্রকার ঠিকঠাক। এখন মোহরানা নির্ধারণের আলোচনা চলছে-
- আমাদের মেয়ে শিক্ষিত, মেধাবী ও সুন্দরী। তাই আমাদের মেয়ের বিয়েতে ৮ লাখ টাকা মোহরানা ধার্য করতে হবে। [পাত্রী পক্ষের মুরুব্বি]
- কিন্তু চাচা, আমি নিজেও তো শিক্ষিত, মেধাবি, দেখতেও আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো একটা জবও করি। কিন্তু ৮ লাখ টাকা মোহরানা দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই। [আমি]
- আরে বাবা, এই টাকা তো তোমাকে দিতে হচ্ছে না৷ শুধু কাগজে-কলমে উল্লেখ থাকলো আরকি!
- তাহলে যেটা দিতে হবে না সেটা উল্লেখ করে লাভ কী? তারচেয়ে বরং আমি ১ লাখ টাকা দিতে পারবো ইনশাআল্লাহ, এটা উল্লেখ করাই উত্তম নয় কি???
- না মানে, কিছুদিন পর যদি তুমি আমাদের মেয়েকে কোনো কারণে ডিভোর্স দাও!
- তো আপনাদের মেয়ে যদি ৩ মাস পর কোনো ছেলের সাথে পরকীয়া করে পালিয়ে যায়, তখন তো ডিভোর্সও দিবেন/চাইবেন, মামলা-হামলাও করবেন আবার ধার্যকৃত ৮ লাখ টাকা মোহরানাও আদায় করবেন!
- এই ছেলে তো ভারী বেদ্দপ! মুরুব্বিদের সাথে তক্ক করে!।
বর্তমান সমাজে মেয়েরা কাবিননামা নিয়ে যে ব্যবসা করে সেটক বন্ধ হোক।
কাবিন হোক সামর্থ অনুযায়ী