আমার আব্বুর একটি নসিহত:
মনে রেখো!
“পুরুষ মানুষের দশ-দশা, কখনো হাতি কখনো মশা”।
অর্থাৎ হাতে এখন টাকা আছে মানেই খরচ করা নয়; পুরুষ মানুষের টাকা ব্যায়ের খাত সৃষ্টি হতে অন-টু এর ব্যাপার। এজন্য অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ করা পুরুষের জন্য যায় না, কারণ তার কাঁধে তো অনেক বড় খরচের খাত চেপে রয়েছে।
হয়ত এমন একটা সময় আসবে যখন টাকার খুব প্রয়োজন কিন্তু টাকা পাবে না...!