"ঐ ব্যক্তি কীভাবে বুদ্ধিমান হতে পারে যে কিছু সময়ের স্বাদ উপভোগের জন্য জান্নাতকে বিক্রি করে ফেলে?" - ইবনুল কাইয়্যিম (রহ.)
“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”
'যৌবন''
কালে যত পারো সিজদা করে নাও, কারণ আমি অনেক বৃদ্ধাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে । (ইমাম গাজ্জালী (রঃ)
আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিক কে ভুলে যায় মনে রাখবেন আল্লাহ ছাড়া সুখ-স্বাচ্ছন্দ দেওয়ার ক্ষমতা কারো নেই ।
বর্তমানে চোখের যেনা কতটা সহজ, তা কি কখনো ভেবে দেখেছেন।? আগে কার দিনে রাস্তায় হাঁটার সময় কোন নারীর দিকে তাকালেই সেটি চোখের যেনার অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখন তো স্মার্টফোন । মডার্ন যুগ। আপনি হাতে স্মার্টফোন নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে না চাওয়ার সত্ত্বেও মোবাইল স্ক্রিনে স্কল করতে করতে
নারী বা মেয়ে তাদের বিভিন্ন কনটেন্ট, ফুড ব্লগিং ইত্যাদি ইত্যাদি চোখের খায়েশ মিটিয়ে দেখছেন। এটাও কি যেনার অন্তর্ভুক্ত নয় ?বলে আপনি মনে করেন ?অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অন্তর্ভুক্ত যেনার অন্তর্ভুক্ত এবং ইতিমধ্যে আপনি কাজে লিপ্ত।
একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চিন্তা করুন বর্তমানে বেকারা নারী বা চোখের জেনা কতটা সহজেই আপনার হাতে ধরা দিচ্ছে অথচ হয়তোবা আপনি এতদিন এ বিষয়টি চিন্তাই করতে পারেন নাই ? যেহেতু খুব সূক্ষ্ম একটি বিষয়।