মজার এই ছবিটি দর্শক ভোটের ১ম পুরস্কার জিতে নিয়েছে নিকন কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, ২০২৪ প্রতিযোগিতায় ৷ ৯৮ টি দেশের ৯,০০০ এর বেশি ছবির মধ্যে সেরা হওয়া চাট্টিখানি কথা নয়! অসাধারণ এই ছবিটি তুলেছেন আমেরিকার ফটোগ্রাফার স্কট ফ্রায়ার৷ ছবিতে দেখা যাচ্ছে একটি সিংহী তার সঙ্গীর কানের কাছে চিৎকার করছে আর সঙ্গী অর্থাৎ পুরুষ সিংহ সেটা নীরবে সহ্য করছে। আসলে শখের নারীর কাছে সবাই দুর্বল — হোক সে মানুষ কিংবা বনের পশু!