নিজেকে গড়ে তোলার দায়িত্ব, নিজেকেই নিতে হয়।
বাকিরা শুধু তামশাই করে এবং দেখে যায়।
তুমি সফল হলে তোমার লুঙ্গি পড়া ছবিটাই হবে ইতিহাস।
আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পড়া ছবিটাও হবে উপহাস।।
শিশু থেকে বৃদ্ধ
বৃদ্ধ থেকে কবর আর
কবর থেকে হাশর
এই সফর যাএায় মহান আল্লাহ ছাড়া আপন কেউ নন। সবাই আপনার অবস্থানকে ভালোবাসে। আপনাকে নই,বরং একমাএ আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার অবস্থানকে নয়। শুরুটা এবং শেষটা যেহেতুু আল্লাহকে দিয়ে, এমন রবকে ভালো না বেসে উপায় নাই। বাকি সব তামাশা।