ভয় এমন একটা মানসিক রোগ যা প্রতিমুহূর্তে মনের ভেতর উদ্বেগ উৎকন্ঠা আর ভীতিকর আশংকা তৈরী করে। মূলত আমরা যখন নিজেদের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে নিরাপত্তার অভাব বোধ করি তা থেকেই এই ভয় নামক রোগটা মনের মধ্যে আঁটোসাটো করে বাসা বাঁধে। ঠিক সেই সময় আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব মনকে অস্থির করে তোলে আর এই দীর্ঘসূত্রিতার ফলে আমাদের সম্ভাবনা ও ক্ষমতার মূল চালিকাশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আমরা সহজভাবে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলি। যার ফলে সফলতার সুযোগগুলো অবহেলায় হাতছাড়া হয়ে যায়। তাই কোনকিছুতে ভয় না পেয়ে যাই হোক দেখা যাবে, সামনে যাই আসুক মোকাবেলা করতে হবে। এই সাহসী মনোভাব তৈরী করা গেলে ভয় আপনার থেকে একশ হাত দূরে পালাবে। ভয় কে জয় করে
জলে উঠুন আপন শক্তিতে