🔴পানিতে যদি কেউ একজন আপনাকে জোড় পূর্বক কিছুক্ষন চুবিয়ে রাখা হয়,এবং আপনি নিঃশ্বাস নিতে না পারেন, যদি মৃত্যু প্রায় হয়ে যাচ্ছেন, এমন অবস্থায় আপনি কি চাইবেন বা কার কথা আপনার মনে পড়বে, আপনার বাবা, মা, বউ, জামাই নিশ্চয় কাউকে না। আপনি শুধু একটু oxygen চাইবেন, বাঁচার জন্য। ঠিক এমনটা আপনার লক্ষ্যে আপনাকে টার্গেট হতে হবে, যেমন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনার টার্গেটেড ক্যাডার হওয়া, বা ১র্ম শ্রেনী সরকারী চাকুরী পরীক্ষা বা ফ্রিল্যান্সীং বা ডোমেইন ইনভেস্টমেন্ট আপনার টার্গেটেড অনুসারে মার্কেটপ্লেস থেকে ইনকাম করে নিয়ে আসাসহ আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া , তবেই আপনি ইনশাআল্লাহ নিশ্চিত সফল হতে পারবেন।