এই ছবিটা প্রথমে দেখামাত্র সবাই কুকুর,বিড়াল,খরগোশ মনে করবে,,,কিন্তু ছবিটিকে গভীরদৃষ্টি দিয়ে দেখুন এক মনোরম দৃশ্য দেখতে পাবেন,
নোটঃআমরা যখন কোনকিছু হঠাৎ দেখতে পাই বা কোন কাজে লিপ্ত হই তার বাহির রুপটা দেখে বিশ্লেষন করি,,কিন্তু যখন গভীরভাবে তা উপলব্দি করার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন দেখবেন অনেক সুন্দর কিছু সেখানে লুকিয়ে আছে।তাই কখনো কোন জিনিস দেখে বিশ্লেষন করবেন না জানার চেষ্টা করুন শিখার চেষ্টা করুন যা এক সময় আপনাকে সাফল্য এনে দিবে।