বুখারি ৭০৪৭: সামুরাহ ইবনু জুনদাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আমাদেরকে বললেনঃ গত রাতে আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দু’জন আগন্তুক আসল। আর আমাকে বলল, চলুন। আমি তাদের সঙ্গে চললাম। তারা আমাকে একটি চুলার কাছে নিয়ে গেলো, যেই চুলার উপরের দিকে সরু এবং নিচের দিকে প্রশস্ত ছিল। যেখান থেকে নর নারীর প্রবল চিৎকার ভেসে আসছিল। কিছুক্ষণ পর দেখলাম সেই চুলার উত্তপ্ত শিখার সাথে তারাও উপরে উঠছে আর নিচে নামছে। আমি আগন্তুক কে বললাম, এদের এমন বিভৎস শাস্তি দেওয়া হচ্ছে কেন? আগন্তুক বললো, এরা হলো ব্যাভিচারী-ব্যাভিচারীণী ( অবৈধ সম্পর্ককারী নারী পুরুষ)" [বুখারি , হাদিস নং ৭০৪৭ এর অংশ]
যদি কল্যাণ চান, ব্রেকআপ করে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করুন। যেহেতু তওবার প্রথম শর্ত গুনাহ থেকে তৎক্ষণাৎ ফিরে আসা |