সাফল্য একটা জার্নি, এর শেষ বলতে কোন কিছু নেই। আমরা শুধু একের পর এক ধাপগুলি অতিক্রম করে যাই। এই ধাপগুলো কারো ক্ষেত্রে অতি দ্রুত আসে আবার কারো ক্ষেত্রে দেরিতে আসে। মোট কথা আপনি যদি হাল না ছেড়ে দেন তাহলে একটা সময় আসবেই। যার প্রমাণ বিশ্বখ্যাত ব্রান্ড কফচ এর প্রতিষ্ঠাতা। বয়স ৬০ পেরিয়ে যাবার পর সাফল্যের মুখ দেখেছিলেন তিনি।
মার্কেট খুলেছে শুনে খুশি হবেন না! সতর্ক থাকবেন, রঙ্গিন কাপড় কিনতে গিয়ে যেনো সাদা কাপড় কেনা না লাগে!