অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু বাংলাদেশের রমজান আসে ব্যবসায়ীদের জন্য | ব্যবসায়ীরা রমজান মাস কে তিন ভাগে ভাগ করে নিয়েছে....
প্রথম দশদিন নিত্য পণ্য ব্যবসায়ীদের জন্য,
দ্বিতীয় দশদিন কাপড় ব্যবসায়ীদের জন্য, যারা সারা বছর মুনাফা করে নিবে ঈদকে সামনে রেখে |
শেষের দশ দিন পরিবহন ব্যবসার জন্য অর্থাৎ যারা নারীর টানে বাড়ি ফিরতে চায় | তাদেরকে জিম্মি করে, তাদের কাছে দ্বিগুণ মূল্যে বিক্রয় করবে টিকিট |