গরু আমাদের দুধ দেয় না, আমরা তার থেকে দুধ কেড়ে নিই। গাধা আপনাআপনি বোঝা বইতে যায় না, আমরা জোর করে তাকে দিয়ে কাজ করাই।
অন্যদিকে, সিংহ মানুষের কোনো কাজে আসে না। সিংহের দুধ নেয়ার সাহস কারো নেই, তাকে দিয়ে বোঝা বইতে বলাও সম্ভব না। সিংহের সামনে মানুষ এক মুহূর্ত টিকতে পারে না। অথচ এই সিংহ, যে কারো কোনো উপকার করে না, তাকেই আমরা রাজা বলে সম্মান করি! গাধা, যে দিনরাত কাজ করে, তার নাম শুনলে মানুষ হাসে।
এই সমাজে অতিরিক্ত ভালো মানুষদেরও একই দশা। যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ত্যাগ স্বীকার করে, তাদের কখনোই সম্মান দেয়া হয় না। তারা হয় “গাধা”। আর যারা কঠোর, নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে, তারা হয় “সিংহ”।
তুমি যদি ভাবো, কারো জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলে সে একদিন এর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই বড় “গাধা”। কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয়, যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে।
তাই কখনো কখনো গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করাই শ্রেয়। তবেই মানুষ তোমার প্রকৃত মূল্য বুঝবে।