আপনি ২০২৫ সালে এসে যেটা নিয়ে মশকরা করছেন সেটা ২০০০ সাল পরবর্তী সময়ে দারুন জনপ্রিয় ছিলো। এমন বাড়ি বানানো স্বপ্নের মত ছিলো।
গ্রামে গ্রামে এমন বাড়ি তৈরি হত যা দেখে অনেকে মুগ্ধ হতো। ২০-২৫ বছর পর নতুন নতুন ডিজাইন বের হইছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে তাই আগেকার ঘরগুলো ব্যাকডেটেড মনে হই৷
শুধু ঘর ই না, আপনি যদি ২০ বছর আগের পোষাক, ছবি তুলার স্টাইল কিংবা মুভি দেখেন
তখনো বুঝবেন কেমন ব্যাকডেটেট টাইপ।
সময়ের সাথে সাথে মানুষের রুচি চেন্জ হই
তাই হাসাহাসি না করে আপনি আপনার কাজ করে যান৷
আর হ্যাঁ, আপনার বানানো আধুনিক ডিজাইন করা বাড়িগুলো ২০৫০ সালে গরুর ঘর হিসাবে বানাবে কিনা সন্দেহ