দেখবেন যখন আপনার অর্থনৈতিক বা টাকার সমস্যায় পড়বেন, গরীব হয়ে যাবেন তখন আপনার আত্মীয়, পরিচিত মহল বন্ধু বান্ধবদের, পাড়া প্রতিবেশি, প্রায় সবাই আপনার থেকে দূরে অবস্থান করার চেস্টা করবে এই ভয়ে যে যদি আবার সাহায্য, টাকা চেয়ে বসেন? আপনি আত্মীয়দের বাসায় অপ্রকাশিত একজন কাজের বুয়া বলে বিবেচিত হতে পারেন। আত্মীয়দের - পাড়া প্রতিবেশিদের বিয়েতে বা অনুস্ঠানে নিমন্ত্রণ নাও পেতে পারেন।
সুতরাং গরীব হয়ে জম্মানোটা অপরাধ না, তবে গরীব হয়ে থাকাটা যেন অপরাধ।
তাই নিজেকে, নিজের অবস্থানকে পরিবর্তন করুন। মানুষ আপনাকে নয় বরং আপনার অবস্থান অর্থাৎ আপনার ক্যারিয়ার, অর্থনৈতিক অবস্থানকে বিবেচনায় আপনার বিচার করে। ব্যাক্তি আপনাকে দেখে নয়।
গরীব থেকে শিখে, বুঝে বড়লোক বা ধনী হওয়াটা উত্তম। এতে আপনি মানুষকে মানুষের সম্মান দিতে, তার অবস্থানকে নয় বরং মানুষ ব্যাক্তিকে তার সততা, নৈতিকথা, সামাজিকতা, তাকে বিচার করবেন।