এক ব্যক্তি তাঁর ছেলেকে ডেকে বললেন, যাও তো গাড়িটা বিক্রি করে আসো !
ছেলে ফিরে এসে বলল, বাবা গাড়ির দাম বলতেছে ৩০ হাজার টাকা!
বাবা বললেন, অন্য দোকানির কাছে যাও।
ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো বলতেছেন আরো কম, ২০ হাজার ।
বাবা বললেন, অন্য দোকান দেখো না!
ছেলে এবার গেল এক এন্টিকের দোকানে।
দোকানি গাড়ি দেখে হতবাক।
দ্বিতীয় বিশ্বযু*দ্ধের সময়কার গাড়ি! কেমনে কী! গাড়ির দাম দিতে চাইলেন ৩০ লাখ টাকা!
--
বাবা সব শুনে বললেন, হে আমার সন্তান জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না! হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে! যে বুঝবে সেই তোমার আসল বন্ধু! বাকিরা দরকারের সঙ্গী! দরকারের সঙ্গীসহ সবাইকে ভালোবাইস্স! কেবল বিশ্বাস করিও তাকে যে তোমার মূল্য বোঝে!