• কেউ সরকারি চাকরি না পেলে লোকে ভাবে তার যােগ্যতা নেই। আবার কেউ চাকরি পেয়েছে শুনলে জিজ্ঞেস করে ঘুষ কত দিতে হয়েছে।
• মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছে কিনা, কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে পানি মিশিয়েছে ভেবে।
• কেউ চাকরি করে মাসে ২০,০০০ টাকা বেতন পেলে লোকে নাক সিঁটকিয়ে বলে, এত কম বেতন পাও! আবার চাকরি না করে ব্যবসা করে বেশি টাকা ইনকাম করলে বলে, চাকরি পায়নি, তাই ব্যবসা করে।
• আপনি কাউকে সাহায্য না করলে লোকজন আপনাকে স্বার্থপর বলবে। আবার আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে আপনাকে বোকা তকমা দেবে।
• আপনি কম টাকা খরচ করলে সবাই আপনাকে কৃপণ বলবে। আবার বেশি বেশি খরচ করলে করলে খোঁচা দিয়ে বলবে, ফুটানি কত!
রকারি চাকুরি করলে সমাজ বলে, ''এই টাকায় মাস চলবে?''
বেসরকারি চাকুরি করলে সমাজ বলে, ''সরকারি চাকুরি পাও না?''
সরকারি চাকুরিতে সৎ থেকে খুব সাধারণ জীবন যাপন করলে সমাজ বলে, ''ছেলেটা চালু না, জানে না কীভাবে বাড়তি ইনকাম করতে হয়।''
সরকারি চাকুরিতে ঝলমলে জীবন যাপন করলে সমাজ বলে, ''সেই ঘুষখোর।''
বেসরকারি চাকুরিতে উন্নতি করলে সমাজ বলে, ''তাতে কী সরকারি জব তো আর পায়নি!''
বেসরকারি চাকুরি করে কোন রকমে জীবন চালিয়ে নিলে সমাজ বলে, ''কামলা খাটছে, কিছুই করতে পারল না লাইফে।''
আবার চাকুরি না করে ব্যবসা শুরু করলে সমাজ বলে, ''কিছু না পেরে এখন ধান্দাবাজি শুরু করছে!''
আবার কিছুই না করে বেকার থাকলেও সমাজ বলে, ''অচল জিনিস , জীবনে কিছু করতে পারলো না।
জ্বী, এটাই সমাজের বাস্তবতা।
আপনি আপনার জায়গায় ঠিক থাকলে কে কি বললো It's Nothing ..
তাই পারতপক্ষে সমাজের ধার না ধারাটাই উত্তম।
নিজের মত চেষ্টা করা এবং সত্য ও সৎ পথে ধৈর্য সহ চলতে থাকাটাই বড় কথা।
সৃষ্টিকর্তা যা ভাগ্যে রেখেছেন তা অবশ্যই শ্রেষ্ঠ.
এখন বলুন আপনি যাবেন কোনদিকে?