তেলেভাজাওয়ালা: গরম গরম এইমাত্র নামালাম।
বাসের কন্ট্রাক্টর: পেছনের দিকে একদম ফাঁকা।
কমলা লেবুওয়ালা: চিনির মতো মিষ্টি না হলে পয়সা লাগবে না।
ঘুঘনিওয়ালা: গরম গরম।
দুধওয়ালা: আমার দুধে কোনও জল পাবেন না।
ময়রা: সব আজকের মিষ্টি।
ঘটক: আমি তোমাকে একটা দেখাবো, একটাই পছন্দ হবে।
মেয়ের মা: আমার মেয়ের মতো আপনি এই পাড়ায় আর একটিও মেয়ে খুঁজে পাবেন না।
ছেলের মা: আমার ছেলের কোনও নেশা নেই।
বাঙাল: বাংলাদেশে আমাগো অনেক সম্পত্তি ছিল, বিঘা বিঘা জমি ছিল।
ঘটি: মোহনবাগান জাতীয় ক্লাব। আমরাও খুব ভালো রান্না করতে পারি। বাঙাল মানেই ওরা শুটকি খায়।
ডাক্তার: আপনার কিছুই হয়নি।
উকিল: আমি আজ বেল করাবোই।
ভিখারি: বাবু একটা টাকা দিন, তিন দিন কিছু খাইনি।
বউ: তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিলো আমার।
স্বামী: আমার এখন বিয়ে করার কোনও ইচ্ছাই ছিলো না।
মাছওয়ালা: পাল্লা ছুঁয়ে কেউ মিথ্যা কথা বলে নাকি?
পাড়ার ক্লাব: আর কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে।
পরীক্ষা হলে শিক্ষক: আমি তো জানি না।
কেরোসিন ডিলার: এই মাসে তেল ওঠে নাই।
প্রেমিক প্রেমিকা: তোমায় না পেলে আমি ম*রেই যাবো।
সংগৃহীত।