বদ নজর সত্য।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন বদ নজর মানুষকে কবর এবং উটকে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়।
মহান আল্লাহ তায়ালা আমাদের এমন বদ নজর, কুদৃষ্টির মানুষ থেকে হেফাজতে রাখুন🤲
(সহীহ আল জামে : শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেন : ১২৪৯)
বদনজর মানুষের তকদির নষ্ট করে দিতে পারে যা জম্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা হয়েছিলো। এমনকি সুস্থ্য মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে! আমার মেয়ে জামাইর মতো জামাই হয় না, আমার হাসবেন্ড একজন ফেরেশতা, আমার ছেলে ক্লাসের টপার.....এগুলো মানুষকে না বলে নামাজের সেজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। বদনজর থেকে আমাদের নবীজী পর্যন্ত রক্ষা পাননি! নিজের বদনজর নিজের উপরও লাগতে পারে। সাদামাটা জীবন যাপন করুন। আল্লাহ কোন নেয়ামত দিলে তা গোপন রাখুন। আল্লাহ তো গোপনেই দেন - আপনি মানুষকে বলে বেড়ান কেন! মানুষ অবশ্যই চায় আপনি ভাল থাকুন, তবে তাদের চেয়েও বেশী ভালো থাকুন, এটা চায় না! তারা চায় আপনার ছেলে ভালো রেজাল্ট করুক, তবে তাদের ছেলের চেয়েও বেশী না
বদনজর বা ঈর্ষার দৃষ্টি একজন মানুষের সাফল্য, সৌন্দর্য, সম্পর্ক এবং জীবনের অন্যান্য দিকগুলিতে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এটি সম্পর্ক নষ্ট করতে পারে, সৌন্দর্য অসুন্দর করতে পারে, ক্যারিয়ার ধ্বংস করতে পারে এবং এমনকি একটি সুখী জীবনকে বিষাদে পরিণত করতে পারে।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
বদনজর সত্য। এটি এমন একটি প্রভাব যা মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
(মুসনাদে আহমাদ: ২৪৭৩)।
বদনজরের মূল বিষয় হল কোন উত্তম বস্তুকে কোন নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি হিংসার চোখে দেখে । যার ফলে সেই মানুষ অথবা যে কোন প্রাণী, যে কোন ধরণের বস্তুর ক্ষতিসাধিত হয় ।
অনেক সময় বদনজরের প্রভাবে কোমলমতি শিশুদেরও বিভিন্ন রকম রোগব্যাধি দেখা দেয়।
আল্লাহ্ আমাদের বদ নজরের হাত থেকে রক্ষা করুন। আমিন।
-বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।
অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)
মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)