একজন যাদুকর রাশিয়ান মহিলা"
.
.
রাশিয়ান এক জাদুকর মহিলার দেড় ঘন্টা লম্বা TV interview দেখছিলাম। মহিলার নাম Zhanna Kushnir, সেখানে সে জাদু নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা আর কন্সেপ্ট নিয়ে কথা বলেছে।
.
কাদের উপর জাদু কাজ করেনা এই প্রসংগে বলতে গিয়ে ১ঘন্টা ১৯ তম মিনিট থেকে পরবর্তী প্রায় দুই মিনিট যে কথাগুলো সে বলেছে তার সারাংশ অনেকটা এমন-
.
"মুসলিমদেরকে প্রভাবিত করা (জাদু দিয়ে) খুবই কঠিন। তারা সার্বক্ষণিক তাদের God এর সাথে কানেকটেড থাকে। তারা নিয়মিতভাবে নামায পড়ে। তারা অনেকটা অদৃশ্য ডোমের মধ্যে আবদ্ধ থাকে....এ কারনে একজন True Muslim কে প্রভাবিত করা খুবই কঠিন।"
জাদু নিক্ষেপের জন্য ভিক্টিমকে খুজে পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, একজন সত্যিকারের মুসলিমের ক্ষেত্রে তিনি তাকে খুজে পাননা। তার সামনে থেকে সে অদৃশ্য হয়ে যায়। মুসলিম কাউকে জাদু নিক্ষেপের ক্ষেত্রে সেই মহিলা আরও বলেন-
.
"আমি জাদুর সময় অনেক চেষ্টা করেও সফল হতে পারিনা। কিছু একটা আছে যা আমাকে আমার জাদু সম্পন্ন করতে বাধা দেয়। কিছু ক্ষেত্রে এমন হয় যে আমি একজন অমুসলিমকে খুব ভালোভাবে কল্পনায় আনতে পারি। এটা আমার জাদুর মাধ্যমে। অন্যদিকে একজন মুসলিম এর ক্ষেত্রে আমি সেটা পারিনা। এবং তার কোন ছবি যদি আমার হাতেও থাকে এবং আমি সেটা দেখে কল্পনায় আঁকতে চাই আমি তা পারিনা। তখন বুঝতে পারি এই ব্যাক্তিটি নিরাপদ।"
.
এরপর উপস্থাপক প্রশ্ন করলেন- এটা কি শুধুই মুসলিমদের জন্য?
উত্তরে তিনি বললেন- হ্যা।
সুবহানআল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:-
اِنَّہٗ لَیۡسَ لَہٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۹۹﴾
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোন ক্ষমতা নেই। [সুরা নাহল আয়াত ৯৯]