আপনি যদি এখন বয়সে তরুণ হন, তাহলে আপনাকেই বলছি। আপনি পেশা নির্বাচন করবেন আপনার পছন্দের কাজ অনুযায়ী। আমরা অধিকাংশ মানুষ নিজের পছন্দের কাজকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে নিতে পারি না। সারাটা জীবন আফসোস করি, অনিচ্ছাসত্ত্বেও দায়সারা কাজ করে যাই। জীবনের প্রতি আগ্রহ খুঁজে পাই না। আপনি যুদ্ধ করে হলেও সর্বোচ্চ চেষ্টা করুন আপনার পছন্দের কাজে ক্যারিয়ার গড়তে, নিজের মেধার বিকাশ যেখানে ঘটবে, শুধু টাকা পয়সা উপার্জন না, মানুষের কল্যাণেও অবদান রাখতে পারবেন, এমন পেশা বেছে নিন।