মহান আল্লাহ তা'আলা আপনাকে দিতেও দেরি করবেন না , আবার নিতেও দেরি করবেন না | গজবের ব্যাপারে সাবধান হয়ে যান | বারবার একই অপরাধ করছেন, কিন্তু আপনি সুখে আছেন, মনে করবেন না আল্লাহ তাআলার গজব আপনার উপর আসবেনা | আল্লাহর গজব এবং নিয়ামত পারফেক্ট টাইমে চলে আসবে | শুধুমাত্র অপেক্ষা | আর গজব আসার আগেই ক্ষমা চেয়ে, ইস্তেগফার করে ফিরে আসুন আল্লাহর রাস্তায়|
মহান আল্লাহ তা'আলা ছাড় দেন ঠিকই, কিন্তু ছেড়ে দেন না |