এটা আমার বিয়ের আংটি, যেটা ৩ বছর আগে ফ্লোরিডাতে থাকতে হারিয়ে গিয়েছিল। ফ্লোরিডার বাসায় তন্ন তন্ন করে খুজেছিলাম। বাসা মুভ হওয়ার সময় যে ঐ বাসায় উঠেছিল তাকেও বলে এসেছিলাম যদি খুজে পায়!!!
ফ্লোরিডাতে যাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম তারাও খুজেছিল এই রিংটি।
টেক্সাসে আসার পর আর খুজে দেখিনি। স্বর্ন গয়নার প্রতি কোন আকর্ষন নেই, এর আগেও টুকটাক স্বর্ন হারিয়েছি কিন্তু এমন খারাপ লাগা কাজ করে নি। বিয়ের আংটি দেখে হয়ত একটা ইমোশন কাজ করত!! যদিও আংটিটা আমার কাছে ছিল না তারপরও আমি এই স্বর্নের যাকাত গত তিন বছর ধরে দিয়ে আসছি। মাঝে মাঝে ভাবতাম যদি কখনো মিরাকল ভাবে আংটি টা পেয়ে যেতাম!!! আবার নিজেই ভাবতাম এটা কি কখনো সম্ভব!!!
অথচ আল্লাহওয়াযাল আজ প্রায় তিন বছর পর এই আংটি টি আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। টেক্সাসে আমার বাসার ওয়াশিংমেশিনের রাবারের মধ্যে আটকে ছিল, যা আমার কল্পনার বাহিরে!