ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত্য ঘটনা)
লিবিয়ার এক যুবক—আমের। হৃদয়ে পবিত্র নিয়ত, স্বপ্ন তাঁর একটাই—আল্লাহর ঘরে হজ করতে যাওয়া। প্রস্তুতি শেষ করে সৌদি আরবগামী ফ্লাইট ধরতে পৌঁছালেন বিমানবন্দরে।
ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। নিরাপত্তা বিভাগ তার নাম নিয়ে সন্দেহ প্রকাশ করল। বলা হলো—
“আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা সমস্যার সমাধান করছি।”
এই সময়ের মধ্যেই বাকি হাজিরা তাদের প্রক্রিয়া সম্পন্ন করে প্লেনে উঠে পড়ে। দরজা বন্ধ হয়, প্লেন উড়ে যায়—আমের থেকে দূরে, হজ থেকে দূরে।
অফিসার এসে সান্ত্বনা দিলেন—
“মন খারাপ করবেন না, হয়তো এটা আপনার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। সে শান্ত কণ্ঠে বলল—
“আমার নিয়ত হজের। ইনশাআল্লাহ, আমি যাবই।”
হঠাৎ খবর এলো—প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সেটি ফিরে আসছে!
প্লেন ফিরল, মেরামত হলো… কিন্তু পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলেন না।
আবারো অফিসার বললেন—
“হয়তো হজ আপনার নসিবে নেই।”
কিন্তু আমের যেন অনড়, অটল। বলল—
“আমার নিয়ত হজের। ইনশাআল্লাহ, আমি যাবই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণের মধ্যেই আরও একটি সংবাদ এলো—
প্লেনে আবারো সমস্যা!
এবার পাইলট নিজেই ঘোষণা দিলেন—
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
অবশেষে… আমের প্লেনে উঠলেন।
সৌদি এয়ারপোর্টে পৌঁছে নিজের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন এক ভিডিওবার্তায়। সে আনন্দ ভাষায় প্রকাশ করার নয়!
---
আল-কাহ্হার—আল্লাহর এক মহামহিমান্বিত নাম।
অর্থ: যিনি সকল বাধা-বিপত্তি, সকল কারণ-অকারণকেও পরাভূত করতে সক্ষম।
তিনি নিয়ম ভেঙে দিতে পারেন শুধু তাঁর বান্দাকে সন্তুষ্ট করতে।
তাই কখন, কীভাবে—এসব প্রশ্নে নিজেকে না জড়াও।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
বিশ্বাস রাখো… আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান।
তিনি চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন।
পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।
আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।
এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।