তীর আসে যেদিক থেকে, লক্ষ্য ঠিক সেদিকে রাখো।
তোমাকে কেউ সমালোচনা করলে কষ্ট পাওয়াটা স্বাভাবিক।কিন্তু প্রশ্ন হলো তুমি থেমে যাবে, নাকি নিজেকে প্রমাণ করবে?
১. সমালোচনার মানে তুমি কিছু করে ফেলেছো!
যখন তুমি কিছু করো না, কেউ কিছু বলে না।কিন্তু যখন তুমি চেষ্টা করো, এগিয়ে যাও — তখনই গর্জে ওঠে সমালোচকেরা।তাই সমালোচনা মানে তুমি “notice” হচ্ছো। তুমি “move” করছো!
২. সমালোচনার ভেতর থেকেও শেখার আছে
সব সমালোচনা খারাপ নয়।কখনো কখনো সেই কথাগুলোই আমাদের চোখ খুলে দেয়,যা আমরা শুনতে চাই না।Positive criticism শেখায়, Negative criticism গড়তে সাহায্য করে।
৩. মাটির নিচে চাপা না পড়লে বীজ ফুটে গাছ হয় না
তোমার ওপর চাপ আসবেই, তোমার ইচ্ছা, স্বপ্ন, চেষ্টা— সবকিছু নিয়েই কেউ না কেউ কথা বলবেই।কিন্তু তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে,তাহলে এই সমালোচনার আগুনেই তুমি অভিজ্ঞতা, সহনশীলতা আর সাফল্যের ইস্পাতে রূপান্তরিত হবে।
৪. Successful মানুষরাই সবচেয়ে বেশি সমালোচিত হয়
ইতিহাসের প্রতিটা সফল মানুষের গল্পেই আছে একটা সময় যখন সবাই ওদের নিয়ে সন্দেহ করেছে, কটাক্ষ করেছে, ভুল বুঝেছে।কিন্তু তারা ব্যথা থেকে শক্তি বানিয়েছে,সমালোচনার ছাই থেকে জ্বালিয়েছে আগুন!"