তুমি কি তা জানো..!!
মৌমাছির দুটি পেট থাকে — একটি তার নিজের খাবারের জন্য, আর অন্যটি অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য, যেটিকে 'বীক' (Bee stomach) বলা হয়।
একটি মৌমাছি গড়ে ৪০ দিন বাঁচে, এই সময়ের মধ্যে কমপক্ষে ১০০০টি ফুলে ঘুরে মধুর অমৃত সংগ্রহ করে, আর সারাজীবনে মাত্র এক চা চামচ মধু উৎপাদন করতে পারে।
আমাদের কাছে এক চামচ মধু হয়তো কিছু না,
কিন্তু তার কাছে সেটাই তার পুরো জীবনের গল্প