আজকের সমাজে অর্থই অনেক কিছু নির্ধারণ করে। কারো পকেট গরম থাকলে অর্থাৎ টাকাপয়সা বেশি থাকলে, সমাজ তার প্রতি নমনীয় ও শ্রদ্ধাশীল হয়। ধনীর ভুলও ক্ষমাযোগ্য, আর গরিবের সত্যও অবহেলার শিকার।
চাকরি, চিকিৎসা, শিক্ষা—সবক্ষেত্রেই ধনী সুবিধাপ্রাপ্ত, আর গরিব বঞ্চিত। সম্মান, সুবিচার, সুযোগ—সবকিছু টাকার সঙ্গে যেন বাঁধা। এটাই আমাদের সমাজের কঠিন বাস্তবতা।
এই বৈষম্য দূর করতে হলে অর্থের নয়, মানুষের গুণ, সততা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে। তাহলেই গড়ে উঠবে এক মানবিক সমাজ।