বাস্তবতা বড়ই নির্মম...
যারা বেয়াদব, ঘাড়ত্যাড়া, বাঁকা পথে চলে—তাদেরকে সবাই পাশ কাটিয়ে যায়। কেউ তাদেরকে স্পর্শ করতে চায় না। তারা নানা কৌশলে নিজেকে বাঁচিয়ে নেয়, আর সমাজও অনেক সময় তাদের এড়িয়ে চলে।
আর যারা সহজ-সরল, সোজা পথে চলে, নিরীহ ও ভদ্র—তাদেরই উপর বারবার আঘাত আসে। ঠিক যেমন ছবির সেই একমাত্র সোজা পেরেকটি, যাকে আঘাত করার জন্য হাতুড়ি প্রস্তুত। পাশে দাঁড়িয়ে থাকা বেঁকে যাওয়া পেরেকগুলো যেন মুচকি হেসে বলছে—“দেখলে, সোজা থাকলে এভাবেই মার খেতে হয়!”
হ্যাঁ, এটাই বাস্তবতা। এই সমাজে অনেক সময় সোজা মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়, আর বাঁকা পথে চলা মানুষরা হয় দায়মুক্ত।