#বান্দার_হক_বিষয়ে_বিশেষ_সতর্কতা
কাল হাশরের ময়দানে আল্লাহ তা'য়ালা সব গুনাহ ক্ষমা করলেও বান্দার হক কখনও ক্ষমা করবেন না । এই জন্য বহু নেক আমলকারী মানুষ জাহান্নামে যেতে বাধ্য হবেন । দুনিয়াতে থাকতে বান্দার হক বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যথাযথভাবে তা আদায় করে দিতে হবে নতুবা ক্ষমা চাইতে হবে । তা না হলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত ও দান সদকাহ সবকিছু নস্যাত হয়ে যাবে !
পরের (বান্দার) হক বলতে যা যা বুঝায় -
অবৈধভাবে কারো জমি দখল করা
কারো জমির ফসল নষ্ট করা
ভাই-বোনদেরকে পিতা/মাতার সম্পত্তির (জমি/টাকা পয়সা/স্বর্ণ গয়না/মূল্যবান আসবাবপত্রের) ন্যায্য হিস্যা বুঝিয়ে না দেওয়া
ধার নেয়া টাকা ফেরত না দেওয়া
দোকান হতে বাকিতে কেনা জিনিসপত্রের টাকা পরিশোধ না করা
কারো কোনো প্রয়োজনীয় জিনিস ধার নিয়ে পরে ফেরত না দেওয়া
কারো প্রয়োজনীয় কোনো কিছু তার অনুমতি ছাড়া ব্যবহার করা
কোনো কিছু চুরি/ডাকাতি করে আত্মসাত করা
গাছের ফলমূল মালিকের অনুমতি ছাড়া আত্মসাত করা
কাউকে গালি দেওয়া
মিথ্যা অপবাদ দেওয়া
কারো পেছনে গীবত করা
কাউকে কর্কশ ভাষায় অযাচিত কথা বলা
আমানতের (টাকা/জায়গা জমিন/মূল্যবান জিনিসপত্র/গোপন কোনো বিষয়) খেয়ানত করা
কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে কালক্ষেপণ করা
কারো পরিশ্রমের টাকা যথাযথভাবে পরিশোধ না করা
অফিসের বিভাগীয় প্রধান তাঁর টিমের সদস্যদের ন্যায্য অধিকার খর্ব করা বা অধিকার হতে বঞ্চিত করা ।
অফিসের কাজে ফাঁকি দেওয়া বা অফিসের কোনো কিছু অবৈধভাবে আত্মসাত করা ।
বিনা কারণে মানুষকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা ।
স্ত্রী-সন্তানদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করা / স্বামীর অধিকারগুলো স্ত্রী প্রতিষ্ঠা না করা ।
কাউকে কুবুদ্ধি বা কুপরামর্শ দিয়ে বিপথগামী করা
আর কোনো কিছু বাদ পড়লে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিতে পারেন ।
সব কিছু হাদীস ও কোরআনুল কারিমের বিশদ আলোচনার সারসংক্ষেপ হতে উদ্ধৃত করা হলো ।