২৮ বছর বয়সেই ৩৬০ কোটি ডলারের মালিক
ভাবতে পারেন একজন মানুষ মাত্র ২৮ বছর বয়সে ৩৬০ কোটি ডলার বা প্রায় ৪৩ হাজার ২০০ কোটি টাকার মালিক হতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি পড়াশোনার মাঝপথেই বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছেন। সাধারণত এই বয়সে আমাদের দেশের ছেলেমেয়েরা এখনো ছাত্র হিসেবেই জীবন কাটাচ্ছে। অথচ আলেকজান্দ্রা ওয়াং নামের এক তরুণী হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে কম বয়সী সেলফ মেইড বিলিয়নিয়ার।
১৯ বছর বয়সেই তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ছেড়ে দেন। অনেকেই হয়ত ভেবেছিলেন তিনি ভুল করছেন। কিন্তু আসলে সেটাই হয়ে গেল জীবনের মোড় ঘোরানোর সাহসী পদক্ষেপ। ওই বয়সেই তিনি প্রতিষ্ঠা করলেন Scale AI নামের একটি কোম্পানি। যেটি এআই ডেটা প্রসেসিংয়ে বিপ্লব ঘটিয়েছে। আজ গুগল উবার OpenAI সহ অসংখ্য টেক জায়ান্ট তাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য স্কেল এআই এর সেবা নিচ্ছে।
২০২৪ সালে কোম্পানি মাত্র এক বছরে ১০০ কোটি ডলার ফান্ডিং পেয়ে বাজারমূল্য দাঁড় করায় প্রায় ১৩৮০ কোটি ডলার। আর কোম্পানির ১৪ শতাংশ শেয়ারের মালিক হিসেবে আলেকজান্দ্রার ব্যক্তিগত সম্পদ দাঁড়ায় ৩৬০ কোটি ডলার। এই অঙ্ক কেবল অর্থের হিসাব নয় বরং সাহস স্বপ্ন আর দক্ষতার বাস্তব প্রমাণ।
তাহলে মূল রহস্য কী। ডিগ্রি নয় বরং দক্ষতাই আসল সম্পদ। আলেকজান্দ্রা প্রমাণ করেছেন যে নতুন আইডিয়া আর সাহস থাকলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিই সবকিছু নয়। প্রযুক্তি এই যুগের সবচেয়ে বড় সুযোগ। কোডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা স্টার্টআপে কাজ করলে আজকের তরুণরাও হতে পারে আগামী দিনের বিলিয়নিয়ার।
তবে তার গল্প শুধু সাফল্যের কাহিনি নয়। এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক শিক্ষা। বড় স্বপ্ন দেখা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা ছাড়া কেউই এগোতে পারে না। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দেওয়া সহজ ছিল না। কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অবিচল থেকেছেন। আর তাই আজ তিনি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যা কোটি মানুষের অনুপ্রেরণা।
বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্যও এ গল্প বিশেষ বার্তা বহন করে। যারা এখনো শুধু প্রচলিত চাকরি বা ক্যারিয়ারের পিছনে ছুটছে তারা যেন বোঝে দুনিয়া বদলে গেছে। প্রযুক্তি উদ্যোক্তা আর নতুন আইডিয়াই হতে পারে দ্রুত সাফল্যের সিঁড়ি। তাই আজই শুরু করা দরকার। হয় কোডিং শিখুন। হয়তো এআই এক্সপ্লোর করুন। কিংবা ছোট একটা স্টার্টআপ দাঁড় করান। কারণ দেরি করলে সুযোগ অন্য কারো হাতে চলে যাবে।
রেফারেন্স
Forbes ২০২৪ Billionaires List
Bloomberg Tech Report on Scale AI ২০২৪
Business Insider Profile on Alexandr Wang